মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 22, 2024 7:21 AM

printer

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর নির্বাচনী ক্ষেত্র ডেলাওয়ারে দ্বিপাক্ষিক বৈঠক করেন

কোয়াড সম্মেলনের আগে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তাঁর নির্বাচনী ক্ষেত্র ডেলাওয়ারের উইলমিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিশেষ সম্মান জানাতে বাইডেন, তাঁর বাড়ি গ্রিনভিলে ভারতের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করেছিলেন। এই বৈঠকে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয়। এক ঘণ্টার বৈঠক শেষে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। নিজের বাড়িতে ডাকার জন্য শ্রী মোদি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও দৃঢ় করা সম্ভব হয় সেই বিষয়টির ওপরই এই আলোচনায় জোর দেওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে বাইডেন লিখেছেন, দু’দেশের সম্পর্কের ইতিহাসে এর চেয়ে মজবুত নিকট ও বহুমুখী অংশীদারিত্ব এর আগে কখনও হয়নি।
আজ শ্রী মোদি, নিউইয়র্কে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে বৈঠক করবেন। এর পর তিনি মার্কিন কয়েকটি কোম্পানির সিইও- দের সঙ্গেও বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে আলোচনায় বসবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন