প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় মহারাষ্ট্র দেশের মধ্যে দ্বিতীয়স্থান লাভ করেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় একথা জানিয়েছেন। এই প্রকল্পের আওতায় ঐ রাজ্যে এক লক্ষ ৯২,৯৩৬ টি সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে। ২০২৬-২৭ সালের মধ্যে এক কোটি পরিবারকে এই সূর্যঘর যোজনার আওতাভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও শ্রী ফড়নবিশ জানিয়েছেন।
উল্লেখ্য, গতবছর ১৩ই ফেব্রুয়ারি পি এম সূর্যঘর প্রকল্প চালু হয়। চলতি বছর ১০ই মার্চ পর্যন্ত গোটা দেশে এর আওতায় ১০ লক্ষ ৯ হাজারের বেশি সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে।