মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2024 9:25 PM

printer

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকারের লক্ষ্য হল সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে  অগ্রাধিকার দেওয়া।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, এনডিএ সরকারের লক্ষ্য হল সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে  অগ্রাধিকার দেওয়া। মুম্বাইয়ে ২৯,৪০০ কোটি টাকারও বেশি বিভিন্ন সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধন, সূচনা ও শিলান্যাসের পর এক জনসভায় তিনি বলেন, তাঁর সরকার বহু দশক ধরে যাঁরা অবহেলিত ছিলেন তাঁদের অগ্রাধিকার দিচ্ছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে থানে-বোরিভালি সুড়ঙ্গপথ, গোরেগাঁও-মুলুন্দ লিঙ্ক রোড, কল্যাণ ইয়ার্ডের পুনর্নির্মাণ এবং নবি মুম্বইয়ের তুর্ভে-তে গতি শক্তি মাল্টি মোডাল কার্গো টার্মিনাল। শ্রী মোদী বলেন, এনডিএ সরকার দরিদ্র, কৃষক, মহিলা, যুব এবং সমাজের অন্যান্য প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নে কাজ করছে।

      মুম্বাইয়ে আজ যে উন্নয়নমূলক প্রকল্পগুলির সূচনা হয়েছে, সেগুলির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটবে, শহরের পরিকাঠামোর উল্লেখযোগ্য মানোন্নয়ন ঘটবে এবং সেখানকার নাগরিকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। মুম্বাইয়ে বিনিয়োগকারীদের মনোভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ছোট ও বড় উভয় বিনিয়োগকারীই সরকারের তৃতীয়বারের মেয়াদকে উৎসাহের সঙ্গে স্বাগত জানিয়েছেন।তিনি  বলেন একটি স্থিতিশীল সরকার তার তৃতীয় মেয়াদে তিনগুণ গতিতে কাজ করবে।

          প্রধানমন্ত্রী মোদী আশ্বাস দিয়েছেন যে সন্ত টিকারাম এবং সন্ত জ্ঞানেশ্বর পালখি মার্গের কাজ শীঘ্রই সম্পূর্ণ হবে।

          প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের  বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, যাঁরা ভুয়ো খবর ছড়াচ্ছেন তাঁরা দেশের শত্রু এবং নাগরিকরা তাঁদের ভুয়ো প্রচার প্রত্যাখ্যান করছেন। 

প্রধানমন্ত্রী যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী যুব ইন্টার্নশিপ প্রকল্পেরও সূচনা করেন।

 তিনি লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনের নতুন মঞ্চ এবং ছত্রপতি শিবাজী মহারাজ  টার্মিনাস স্টেশনের ১০ ও ১১ নম্বর বর্ধিত প্ল্যাটফর্মটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও রামদাস আটওয়ালে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন