প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অভিযান শুরু হওয়ার পর দেশ একশো কোটি গাছ লাগানোর গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। তিনি আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের ১১৬ তম পর্বে বলেন, দেশবাসীর অদম্য উদ্যোগ এবং আন্তরিকতার জন্যই মাত্র পাঁচ মাসে বিভিন্ন জায়গায় এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এক পেড় মা কে নাম অভিযানে গাছ লাগিয়ে স্থানীয় মানুষেরা এক নজির সৃষ্টি করেছেন। রাজস্থানের জয়সলমিরেও মহিলাদের একটি দল এক ঘন্টায় ২৫ হাজার বৃক্ষরোপন করে।
বিকশিত ভারত নির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আগামী ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে দিল্লির ভারত মন্ডপমে তরুণদের আলাপ আলোচনার মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ। গোটা ভারত জুড়ে কোটি কোটি তরুণ এখানে অংশগ্রহণ করবেন। তিনি বলেন,
গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে ক্রিয়েটিভিটি বৃদ্ধি করা এবং বইয়ের প্রতি ভালোবাসা জাগাতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আধুনিক টেকনোলজি ব্যবহার করে শিশুদের কাছে লাইব্রেরীকে আরো আকর্ষণীয় করে তোলা হচ্ছে। তিনি এই প্রসঙ্গে বলেন,
সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে গ্রন্থাগারগুলিকে ব্যবহার করা হচ্ছে। বইয়ের সঙ্গে বন্ধুত্ব বাড়ানো এবং প্রযুক্তির হাত ধরে জীবনের পরিবর্তন ঘটিয়ে দেশকে সামনের সারিতে তুলে আনা সরকারের উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।
নগরকেন্দ্রিক সভ্যতার প্রভাবে চড়ুই-এর মত পাখীদের এখন আর দেখা যায় না। তরুণ প্রজন্ম এই ধরনের পাখীদের সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিচ্ছে। চেন্নাইয়ে স্কুলের ছেলে মেয়েরা নিজেদের উদ্যোগের চড়ুই পাখীদের বাসা নির্মাণে প্রশিক্ষণ নিচ্ছে। পাখীদের থাকা খাওয়ার ব্যবস্থার পাশাপাশি গত চার বছরে চেন্নাইরই কুড়ুগল ট্রাস্ট, ১০ হাজার বাসা তৈরি করেছে। কর্ণাটকের মাইসুরুর একটি সংস্থাও এই ধরনের উদ্যোগ নিয়েছে।