ভারত, আত্মনির্ভর হওয়ার পথে যাত্রা শুরু করেছে বলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। জয়পুরে ‘রাইজিং রাজস্থান আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধন করে তিনি বলেন, আত্মনির্ভর ভারত অভিযান এবং তার প্রভাব, বিশ্বব্যাপী। গোটা বিশ্বের বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞরা ভারত সম্পর্কে খুবই আগ্রহী। সংস্কার, দক্ষতা প্রদর্শন এবং রূপান্তরের মন্ত্র অনুসরণ করে ভারত যেভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে, প্রতিটি ক্ষেত্রেই তা’ দৃশ্যমান।
আজ বিকেলে প্রধানমন্ত্রী হরিয়ানার পানিপথে, মহিলাদের আর্থিক বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল করে তুলতে এবং বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ‘বিমা সখী’ যোজনার সূচনা করেন। এই যোজনার আওতায় ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেবে ভারতীয় জীবন বিমা নিগম- LIC।
প্রশিক্ষণ চলাকালীন প্রথম তিন বছর স্টাইপেন্ড’ও প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্ভাব্য বিমা-সখীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন।