এদিকে ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন বিশে নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের আকোলা ও নান্দেদে জনসভা করেন। তিনি বলেন, তাঁর সরকারের তৃতীয় মেয়াদকালে মহারাষ্ট্রের পরিকাঠামো উন্নয়নে বহু কোটি টাকা ব্যায়ে উন্নয়নমূলক প্রকল্প চালু করা হয়েছে। অমরাবতীতে বস্ত্রবয়ন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে, যার ফলে বস্ত্রবয়ন শিল্প এবং তুলা চাষীদের জন্য পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।
মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের আকোলায় শ্রী মোদী অভিযোগ করেন, মহাবিকাশ আগাড়ি সরকার, দেবেন্দ্র ফড়নবিশ সরকারের গুরুত্বপূর্ণ সেচ প্রকল্পে বাধা দিচ্ছে। তাঁর সরকার মারাঠি ভাষাকে ‘ধ্রুপদী ভাষা’র মর্যাদা’ও দিয়েছে।
নান্দেদে এক সমাবেশে তিনি বলেন, গত আড়াই বছরে মারাঠওয়াড়া অঞ্চলে ৮০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ হয়েছে। তিনি এই অঞ্চলের ১১টি সেচ প্রকল্পের কথা তুলে ধরে বলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নান্দেদের পাঁচ লক্ষেরও বেশি কৃষক দেড় কোটি টাকা পেয়েছেন। তিনি দিল্লি-মুম্বাই শিল্প করিডোর, রেল কোচ কারখানা, লজিস্টিক পার্ক, সমৃদ্ধি হাইওয়ে, শক্তিপীঠ এক্সপ্রেসওয়ে এবং নান্দেদ থেকে দিল্লি ও আদমপুরে নতুন বিমান যোগাযোগের মতো পরি কাঠামো উন্নয়নের উল্লেখ করেন। ।
পশ্চিম বিদর্ভ অঞ্চলের আকোলা, অমরাবতী, জওহতমল, বালদানা এবং ওয়াসিম জেলায় বিজেপি, NCP এবং শিবসেনা, ‘মহাযুতি জোট’ হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।