প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিও ডি জেনিইরোতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্রিটেন, ইতালি, ফ্রান্স, নরওয়ে, পর্তুগাল এবং ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন শ্রী মোদি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, ভারতের কাছে ব্রিটেনের সঙ্গে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব অন্যতম অগ্রাধিকার। আগামী বছরগুলিতে উভয় পক্ষই পরিবেশ বান্ধব জ্বালানি, নিরাপত্তা, উদ্ভাবন ও প্রযুক্তির মতো ক্ষেত্রে একযোগে কাজ করতে আগ্রহী।
ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাকঁর-র সঙ্গে সাক্ষাৎ করেন তিনি । চলতি বছরের গোড়ার দিকে প্যারিস অলিম্পিক এবং প্যারালিম্পিক্স সফলভাবে আয়োজনের জন্য ফ্রান্সের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, মহাকাশ, শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা নিয়ে তাঁদের আলোচনা হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, সুরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তিগত ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর করা নিয়ে কথা হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদি জানান, সংস্কৃতি, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টরের সঙ্গেও বৈঠক করেন শ্রী মোদী। বিনিয়োগ বৃদ্ধি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং সমুদ্র অর্থনীতি, উদ্ভাবন ও গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে তাঁদের আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারতের আর্কটিক নীতি ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করে তুলেছে। ভূ-রাজনৈতিক বিষয় নিয়েও কথা বলেন তাঁরা।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ক্ষেত্রে দুদেশের সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।