প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , কাজানে ষোড়শ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দু‘দিনের সফরে আজ রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে এক বিবৃতিতে তিনি বলেন, ব্রিকস সম্মেলন আন্তর্জাতিক আলোচনার এক গুরুত্বপূর্ন মঞ্চ। বহুপাক্ষিকতার সংস্কার, আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের এজেন্ডা, জলবায়ু পরিবর্তন, আর্থিক সহযোগীতা, মজবুত জোগান শৃঙ্খল তৈরি, সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক ও মানবিক আদানপ্রদান বিষয়ে এখানে আলোচনা হয়। গত বছর নতুন সদস্য দেশগুলির অন্তর্ভুক্তি, বিশ্ব কল্যাণে গুরুত্বপূর্ন বলে তিনি জানান। এবছরের জুলাইতে মস্কোয় বার্ষিক সম্মেলনের পর ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তার কাজান সফরে আরও দৃঢ় হবে বলে প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করেছেন।