প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাতীয় প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দরিদ্র ও নীপিড়িতদের ক্ষমতায়নে এন ডি এ প্রতিশ্রুতিবদ্ধ। চন্ডীগড়ে এন ডি এ-র মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের কনক্লেভে পৌরোহিত্য করার পর সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে শ্রী মোদী বলেন, সুশাসন এবং মানুষে জীবনের মানোন্নয়নে বিভিন্ন উপায় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
দলের সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বৈঠকে যোগ দেন। জাতীয় স্তরে উন্নয়নমূলক বিভিন্ন ইস্যু নিয়ে সেখানে আলোচনা হয়েছে। সংবিধানের অমৃত মহোৎসবের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এন ডি এ জোটের প্রায় ১৭ জন মুখ্যমন্ত্রী এবং ১৮ জন উপ-মুখ্যমন্ত্রী কনক্লেভে উপস্হিত ছিলেন। দলের সভাপতি জে পি নাড্ডা বলেন, অকংগ্রেস সরকারের এটি প্রথম বৈঠক। যেখানে সব দল যোগ দিয়েছে। বৈঠকে ৬-টি প্রস্তাব পাস হয়। এরপর সাংবাদিকদের উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানান, বিকশিত ভারত গঠনের লক্ষে গৃহীত পদক্ষেপ পুরনের জন্য প্রধানমন্ত্রী তাদের পরামর্শ দিয়েছেন।