প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভাষা, সাহিত্য, শিল্পকলা ও আধ্যাত্মিকতা- কোন একটি জাতির পরিচিতি। দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে তখন সেই উন্নয়ন আত্মমর্যাদা, আত্মসম্মান ও সাভিমানের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে আছে। আজ নতুন দিল্লীতে আন্তর্জাতিক ‘অভিধম্ম দিবস’-এর অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, ভগবান বুদ্ধের শিক্ষা ও বাণী, ভারতের রূপান্তরের পথে অন্যতম উল্লেখযোগ্য ভিত্তি। অমৃতকালে দেশ বিকশিত ভারত হিসেবে আত্মপ্রকাশ করবে। ২০৪৭ সালে অমৃতকাল পর্ব শেষ হবে। ভারতের ইতিবাচক পরিবর্তনে ভগবান বুদ্ধের প্রজ্ঞা, আমাদের দিশা দেখাবে। বুদ্ধদেবের বাণী ও শিক্ষা অনুসরণ করে ভারত উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
শ্রী মোদী, দেশের যুব সম্প্রদায়কে বিজ্ঞান ও প্রযুক্তিতে নেতৃত্ব দেবার ক্ষেত্রে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ নিয়ে গর্বিত হবার আহ্বান জানান। পালি-কে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার সরকারি সিদ্ধান্তের উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই সিদ্ধান্ত ভগবান বুদ্ধের ঐতিহ্যের প্রতি এক সম্মান প্রদর্শন।
দেশের মূল্যবান ও ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগের ওপর আলোকপাত করে শ্রী মোদী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৬০০টি প্রাচীন শিল্পকলা ধংসাবশেষ দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। ভগবান বুদ্ধের কাছে ধম্মের অর্থ হলো মানব অস্তিত্বের বিভিন্ন প্রশ্নের সমাধান। ধম্ম হল মানবজাতির শান্তির পথে যাত্রা। অভিধম্ম দিবস উপলক্ষ্যে শ্রী মোদী, ভগবান বুদ্ধের অনুগামী সহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।