মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 13, 2024 10:09 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লীর ভারত মন্ডপমে পি এম গতিশক্তি অনুভূতি কেন্দ্র পরিদর্শন করেন

পি এম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যানের তিন বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , দেশের পরিকাঠামো উন্নয়নে , এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আজ নতুন দিল্লীর ভারত মন্ডপমে পি এম গতিশক্তি অনুভূতি কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, ভারতের  পরিবহন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে এই পিএম গতি শক্তি।  ভারতের সড়ক ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নের ফলে সংযোগ ব্যবস্থা সার্বিক বিকাশ ঘটেছে। বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন নতুন কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে । প্রধানমন্ত্রী আরও বলেন , এই প্রকল্পের মাধ্যমে গতিশক্তি কর্মসূচির মাধ্যমে বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিও বাস্তবায়ন সম্ভবপর হয়েছে। পি এম গতিশক্তি দেশের দশ লক্ষের বেশী অঙ্গনওয়ারী কেন্দ্রকে এর অন্তর্ভূক্ত করেছে। রেলমন্ত্রক মাত্র এক বছরে চারশো রেলওয়ে প্রকল্পের পরিকল্পনা করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন