প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং নীতি-ভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। সমগ্র ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বার্থে দক্ষিণ চীন সাগরের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী আজ লাও প্রজাতন্ত্রর ভিয়েনতিয়েনে ১৯তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে শ্রী মোদি বলেন, সর্বত্র উন্নয়ন হওয়া উচিত, সম্প্রসারণবাদ নয়। বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত দক্ষিণী বিশ্বের দেশগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সবাই চায় ইউরেশিয়া ও পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক। বর্তমান যুগ যুদ্ধের নয়। যুদ্ধক্ষেত্র থেকে কোন সমস্যার সমাধান পাওয়া যায়না।
সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করার প্রয়োজনীয়তার উপরও তিনি গুরুত্ব দেন। মানবিক দৃষ্টিভঙ্গি, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। ভারত এ ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের উদ্যোগে শামিল হবে।
সন্ত্রাসবাদকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সমগ্র মানবজাতিকে একযোগে কাজ করতে হবে। সাইবার জগত, সামুদ্রিক পথে যাতায়াত ও মহাকাশ ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধি করতে হবে। নৌচলাচল ও আকাশপথের চলাচল যাতে অবাধ হয় তা নিশ্চিত করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী টাইফুন ইয়াগির কারণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান। ভারত অপারেশন সদ্ভাবের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে মানবিক সহায়তা দিয়েছে।
পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে ASEAN গোষ্ঠীর ১০টি দেশ ছাড়াও এবং আটটি অংশীদার রাষ্ট্র অংশ নিয়েছে। অংশীদার দেশগুলি হোল , অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে । তিমুর-লেস্তে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছে।