প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ৭ হাজার ৬০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে নাগপুরে ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন এবং শিরডি বিমানবন্দরের নতুনসুসংহত টার্মিনাল ভবন নির্মান । সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী, মুম্বাই, নাসিক, জালনা, অমরাবতী, গড়চিরোলি, বুলধানা, ওয়াশিম, ভান্ডারা, হিঙ্গোলি এবং অম্বরনাথে সরকারি মেডিকেল কলেজের উদ্বোধন করেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস – আইআইএস মুম্বাইয়ের উদ্বোধনও করেন তিনি। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অধীনে এবং টাটা এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সহযোগিতায় প্রতিষ্ঠিতএই প্রতিষ্ঠান, মেকাট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, ইন্ডাস্ট্রিয়ালঅটোমেশন এবং রোবোটিক্সের মতো ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বিদ্যা গবেষণা কেন্দ্রেরও উদ্বোধন করেন শ্রী মোদী।
Site Admin | October 9, 2024 2:15 PM