মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 4, 2024 6:30 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ এবং বিভিন্ন রূপে তার প্রকাশ ,কোনটাকেই সমর্থন অথবা তার পক্ষে কোনভাবে সওয়াল করা যায়না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ এবং বিভিন্ন রূপে তার প্রকাশ ,কোনটাকেই সমর্থন অথবা তার পক্ষে কোনভাবে সওয়াল করা যায়না। যে সমস্ত দেশ, সন্ত্রাসবাদীদের মদত বা আশ্রয় দিচ্ছেএবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত , তাদের আসল রূপ সকলের সামনে তুলে ধরে, তাদের একঘরে করে দেওয়া।

প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিদেশ মন্ত্রী Dr এস জয়শঙ্কর আজ কাজাক্সতানের আস্তানায় সাঙ্ঘাই সহযোগিতা সংগঠন এস সি ও র শীর্ষ সম্মেলনে তুলে ধরেন।

প্রধান মন্ত্রী আরও বলেছেন,এস সি ও র অন্যতম মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ প্রতিহত করা, এবং সে ক্ষেত্রেই অগ্রাধিকার দিতে হবে। সীমান্ত পারের সন্ত্রাসবাদ মোকাবিলার ওপরে জোর দিয়ে তিনি বলেন অবিলম্বে সন্ত্রাসবাদীদের অর্থ জোগান ও বন্ধ করতে হবে।

  এস সি ও কে শ্রী মোদী এমন এক সংগঠন হিসেবে উল্লেখ করেন, যার নীতি হোল সদস্য দেশগুলির ঐক্যমত্যের ভিত্তিতে কাজ চালানো ।এর সদস্য দেশগুলি সার্বভৌমত্ব , স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা , সমতা, পারস্পরিক সুবিধে এবং একে অন্যের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার আদর্শ অনুসরন করে চলেও বলে তিনি মন্তব্য করেন। এই অঞ্চলের প্রতিটি দেশ ও তাদের মানুষের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক ও সহযোগিতার কথাও স্থান পায় তাঁর বক্তব্যে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন