প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যাযাবর ও আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ মহারাষ্ট্রের ওয়াসিমে কৃষি ও পশুপালন সংক্রান্ত ২৩ হাজার ৩-শো কোটি টাকার এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। পি এম কিষাণ যোজনা অষ্টাদশ কিস্তির টাকা প্রদান করে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে ৯ কোটি ৪০ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী, পোহারদেবী-তে বাঞ্জারা, বিরাসাত, সংগ্রহালয়েরও উদ্বোধন করেন। বাঞ্জারা সম্প্রদায়ের আন্দোলন এবং তাদের মহা সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কের জানতে এই মিউজিয়াম পরিদর্শনের জন্য দেশবাসীর কাছে আহ্বান জানান শ্রী মোদী।