প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ আজ দশ বছর পূর্ণ করল। ২০১৪ সালের এই দিনেই আকাশবাণীর মন কি বাত এর মাধ্যমে মোদী তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিতে শুরু করেছিলেন। কর্মসূচির দশ বছরের যাত্রায়, প্রধানমন্ত্রী উল্লেখযোগ্য সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত এবং আচরণগত নানা বিষয় ছুঁয়ে গেছেন যা দেশে ইতিবাচক প্রভাব তৈরি করেছে। প্রধানমন্ত্রী ও নাগরিকদের মধ্যে আলাপচারিতার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে ‘মন কি বাত’।
গত মাসে ‘মন কি বাত’ গেঁথেছে, যার প্রতিটি পর্বে নতুন কাহিনী, নতুন রেকর্ড এবং নতুন ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মন কি বাত’-এর শ্রোতারাই এই অনুষ্ঠানের প্রকৃত সঞ্চালক।