প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুনেতে ২২ হাজার ৬শো কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পুনের ডিসট্রিক্ট কোর্ট থেকে সোয়ারগেট পর্যন্ত মেট্রো পরিষেবার সূচনা করবেন তিনি। সুপার কম্পিউটিং প্রযুক্তিতে দেশকে আত্মনির্ভর করে তুলতে শ্রী মোদী, ১৩০ কোটি টাকার তিনটি পরম রুদ্র সুপার কম্পিউটার, জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। জাতীয় সুপারকম্পিউটিং মিশনের অধীনে এগুলি তৈরি করা হয়েছে। পুনে, দিল্লী এবং কলকাতায় বৈজ্ঞানিক গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে এগুলি কাজে লাগানো হবে।
এছাড়াও শ্রী মোদী, আবহাওয়া ও জলবায়ু গবেষণার জন্য হাই পারফর্মেন্স কম্পিউটিং সিস্টেমের সূচনা করবেন। এজন্য খরচ হয়েছে সাড়ে ৮ শো কোটি টাকা।