প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মেক ইন ইন্ডিয়া কর্মসূচীর ১০ বছর পূর্তিতে সন্তোষ ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, মেক ইন ইন্ডিয়া কর্মসূচীর মাধ্যমে ১৪০ কোটি দেশবাসী দেশকে নির্মাণ ও উদ্ভাবনের শক্তিকেন্দ্র হিসেবে গড়ে তোলার সঙ্কল্প নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে দেশে রপ্তানীর পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করে শ্রী মোদী, এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য যারা গত এক দশকে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছেন তাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রপ্তানী বৃদ্ধির ফলে দেশের অর্থনীতিও শক্তিশালী হয়েছে। মেক ইন ইন্ডিয়ার হাত ধরে সম্ভাব্য সবরকম উপায়ে দেশ আগামী দিনে আত্মনির্ভর ও বিকশিত ভারত হয়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।