প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কোয়াড ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যাপারে মুক্ত, স্বাধীন ও অন্তর্ভুক্তি মূলক ব্যাবস্থার প্রতি দায়বদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে কোয়াড নেতৃত্বের শীর্ষ সম্মেলনের শুরুতেই তিনি বলেন, অংশীদারিত্ব,সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্যর প্রতি নজর রেখে কোয়াড এগিয়ে চলবে।তিনি আরও বলেন, এমন একটা সময়ে এই সম্মেলন হচ্ছে যখন গোটা বিশ্ব নানা বিরোধ ও উদ্বেগের মধ্য দিয়ে চলেছে। কোয়াড ভুক্ত দেশগুলি গণতান্ত্রিক মূল্যবোধের আদান-প্রদানকে সঙ্গে করে সমস্যা নিরসনে এগিয়ে এসেছে। গোটা বিশ্বের মানবতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রধানমন্ত্রী বলেন, গোষ্ঠীভুক্ত- করণ কারুর বিরুদ্ধে জোট বাঁধার জন্য নয়। এটি নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য খুবই জরুরি। পারস্পরিক সার্বভৌমত্ব, আঞ্চলিক সংহতি এবং প্রতিটি সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জোট গড়ে তোলা হয়েছে। কোয়াড দেশগুলোর লক্ষ্য, পারস্পরিক গুরুত্বের প্রতি দায়বদ্ধ থেকে মুক্ত, অন্তর্ভুক্তি মূলক সমৃদ্ধশালী ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলা।
শ্রী মোদি বলেন, স্বাস্থ্য, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, সক্ষমতা তৈরি ও উদ্ভাবনশীল প্রযুক্তির মতো বিষয়গুলিতে কোয়াড দেশগুলো নানা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২৫ সালে ভারতে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারেও তিনি সন্তোষ প্রকাশ করেন।