প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মানুষ তৃতীয়বার বিজেপি সরকারের ওপর আস্থা রেখেছে। বিরোধী দলগুলির মিথ্যে প্রচারে কান না দিয়ে দেশবাসী ভারতকে মজবুত করতে জোটবদ্ধ হয়েছেন।আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক জবাবি ভাষণে তিনি বলেন, কংগ্রেস বারবার সংবিধানের কথা বললেও, সংবিধানকে তারাই সবথেকে বেশী অপমান করেছে। অমৃতকালে দেশের NDA সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে বলে’ও শ্রী মোদী উল্লেখ করেন।