মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 21, 2024 10:11 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আজ ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আজ ফিলাডেলফিয়ায় পৌঁছেছেন।  সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধান মন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। শ্রীমোদী আজ রাতে ডেলাওয়ারের উইলমিংটনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।এরপর মধ্যরাতে  ষষ্ঠ বার্ষিক কোয়াড নেতাদের শীর্ষসম্মেলনে যোগ দেবেন। প্রধানমন্ত্রী  তিনদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। মার্কিনযুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার সমন্বয়েগঠিত কোয়াড গ্রুপের সদস্যরা জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নতুন নতুন প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। কোয়াড শীর্ষ সম্মেলনে ক্যান্সার প্রতিরোধ, সনাক্তকরণ এবং চিকিত্সার জন্য উদ্ভাবনী কৌশল বাস্তবায়নের লক্ষ্যে একটি ক্যান্সার মুনশট ইভেন্টেরও সূচনা হবে।  শ্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গেদ্বিপক্ষীয় বৈঠক করবেন।সফর শুরুর আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে কাজ চালিয়ে যেতে সমমনস্ক দেশগুলিরএক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে এই কোয়াড।  মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে শ্রী মোদী বলেন, দেশের মানুষ এবং বিশ্ব কল্যাণে ভারতও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারীত্ব আরও সুদৃঢ় করারব্যাপারে এই বৈঠকে নতুন দিশা মিলবে।  আগামীকালপ্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাবেন। সেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেনতিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অগ্রনী কোম্পানীগুলির সি ই ও দের সঙ্গে কথাবলবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পাউন্ডিং, সেমি  কন্দাক্টর ও জৈব প্রযুক্তির মতোবিষয়ে দু দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা সম্পর্কে আলোচনা হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন