মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 21, 2024 11:33 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ তিনদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সফরের আগে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে সমমনস্ক দেশগুলির এক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে কোয়াড।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ তিনদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সফরকালে একগুচ্ছ উচ্চ পর্যায়ের বৈঠক ও কর্মসূচীতে যোগ দেবেন তিনি। ডেলাওয়ারের উইলমিংটনে চতুর্থ বার্ষিক কোয়াড শীর্ষ  সম্মেলনে অংশ নিয়ে সফর শুরু করবেন শ্রী মোদী। সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রযুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সহ কোয়াড গোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

     সফর শুরুর আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিখর সম্মেলনে তাঁর সঙ্গী রাষ্ট্রপতি বাইডেন, প্রধানমন্ত্রী অ্যালবানিস এবং প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তিনি আগ্রহী। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে কাজ চালিয়ে যেতে সমমনস্ক দেশগুলির এক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে এই কোয়াড।

     মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে শ্রী মোদী বলেন, দেশের মানুষ এবং বিশ্ব হিতার্থে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারীত্ব আরও সুদৃঢ় করার ব্যাপারে এই বৈঠকে নতুন দিশা মিলবে।  

২২ তারিখ প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাবেন। সেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন শ্রী মোদী। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অগ্রনী কোম্পানীগুলির সি ই ও দের সঙ্গে কথা বলবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পাউন্ডিং, সেমি কন্দাক্টর ও জৈব প্রযুক্তির মতো বিষয়ে দু দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা সম্পর্কে আলোচনা হবে। পরদিন ২৩ তারিখ শ্রীমোদী নিউ ইয়র্ক-এ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ভবিষ্যতের শীর্ষ বৈঠক বিষয়ে ভাষন দেবেন। এবার এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা ‘আরও ভালো ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান’। বহু সংখ্যক বিশ্ব নেতৃবৃন্দ এই শীর্ষ বৈঠকে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে শ্রী মোদি বলেন, মানব সমাজের কল্যাণে পথ নির্দেশিকা স্থির করতে এই বৈঠক এক অনন্য সুযোগ তৈরী করে দেবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন