প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান যুগকে ভারতের জন্য স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, দেশ তার অমৃত কাল প্রত্যক্ষ করছে এবং আগামী ২৫ বছরে ভারতকে একটি উন্নত জাতি হিসাবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারিত হয়েছে। এই বিকশিত ভারতের স্বপ্ন পূরণে গুজরাটের বড় ভূমিকা রয়েছে।
আজ আমেদাবাদে ৮ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। আমেদাবাদ ও ভুজের মধ্যে দেশের প্রথম নমো ভারত র্যাপিড রেল এবং আরও ছটি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন তিনি।
শ্রী মোদী বলেন, তাঁর তৃতীয় মেয়াদের প্রথম ১০০ দিন সকলের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার জন্য নিরদিস্ত। কেন্দ্রীয় সরকার গত ১০০ দিনে সমাজের প্রতিটি শ্রেণীর কল্যাণে অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। গত ১০০ দিনে রেল, সড়ক, বন্দর ও বিমান যোগাযোগ সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী আগামী দিনে দেশের অন্যান্য অংশে নমো ভারত র্যাপিড রেল চালু করার পরিকল্পনাও কথাও জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের মানুষের ভাবমূর্তি বদলে গেছে এবং প্রতিটি দেশই তাদের সমস্যার সমাধানের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে।
গুজরাটের পরিকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন গুজরাট ভারতকে প্রথম ভারতে তৈরি বিমান উপহার দেবে।
যে ছটি বন্দে ভারত ট্রেনের যাত্রার তিনি সূচনা করেন সেগুলি হল নাগপুর থেকে সেকেন্দ্রাবাদ, কোলহাপুর থেকে পুনে, আগ্রা ক্যান্টনমেন্ট থেকে বেনারস, দুর্গ থেকে বিশাখাপত্তনম, পুনে থেকে হুবলি এবং বারাণসী থেকে দিল্লিগামী প্রথম ২০ কোচের বন্দে ভারত ট্রেন। শ্রী মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণের আওতায় ৩০,০০০ এরও বেশি বাড়ি অনুমোদন করেন এবং এই বাড়িগুলির জন্য প্রথম কিস্তির টাকা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় গৃহ নির্মাণেরও সূচনা করেন।
আগামীকাল তিনি ওড়িশা যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলের সুবিধাপ্রাপকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ভুবনেশ্বরে ৩ হাজার ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি।