প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে RE Invest Global Industrial Meet-এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক এর আয়োজন করেছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ও তার ব্যবহার এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ভারতের অভুতপূর্ব অগ্রগতির বিষয়টি তুলে ধরা হবে এই সম্মেলনে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে পরিবেশবান্ধব হাইড্রোজেন, জ্বালানি সমস্যার সমাধান ইত্যাদি নিয়ে আলোচনা হবে। ১৪০টি দেশের প্রায় ২৫ হাজার প্রতিনিধি এতে অংশ নেবেন।
আমেদাবাদ থেকে গান্ধীনগর ও গিফট সিটির মধ্যে মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও সূচনা করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনার সুবিধাপ্রাপকদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। এছাড়াও তিনি ৮ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেন যা আমেদাবাদ ও ভুজের মধ্যে চলাচল করবে ।
প্রধানমন্ত্রী আগামীকাল ওড়িশা যাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চলের সুবিধাপ্রাপকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ভুবনেশ্বরে ৩ হাজার ৮০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি।