প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুনদিল্লির ভারত মণ্ডপমে আজ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় অসামরিক বিমান পরিবহণ সম্মেলনে যোগ দেবেন। এই উপলক্ষে এক জনসভায় ভাষণও দেবেন তিনি।
এই অঞ্চলে বিমান পরিবহণ ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে তৈরি রূপরেখা-‘দিল্লি ঘোষণা’ নিয়ে সদস্য দেশগুলির সামনে বক্তব্য রাখবেন শ্রী মোদী। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করছে।
গতকাল অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু, এই সম্মেলনের উদ্বোধন করেন। মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনের চেয়ারম্যানও মনোনীত করা হয় তাঁকে। ২০৩৫ সালের মধ্যে বার্ষিক যাত্রী পরিবহনের সংখ্যা সাড়ে তিনশো কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় উড়ান পরিকাঠামোতে কৌশলগত বনয়োগের আহ্বান জানান তিনি। বিমান চলাচল ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহন ২০২৫ সালের মধ্যে ২৫ শতাংশ বাড়ানোই ভারতের লক্ষ্য বলে মন্ত্রী জানিয়েছেন।