মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 11, 2024 1:27 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আজকের ভারত সমগ্র বিশ্বের আত্মবিশ্বাসে অনুপ্রেরণা যোগাচ্ছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজকের ভারত সমগ্র বিশ্বের আত্মবিশ্বাসে অনুপ্রেরণা যোগাচ্ছে। নতুন দিল্লিতে আজ সেমিকন ইন্ডিয়া ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৮৫ হাজার প্রযুক্তিবিদ এবং ইঞ্জিনিয়ার সেমিকন্ডাক্টরের কার্যক্ষমতা তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী দিনে বিজ্ঞান ক্ষেত্রে আরো নতুন দিক উন্মোচিত হতে চলেছে। বর্তমানে ভারত, চিপের অন্যতম বৃহত ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে। ক্রমশ ডেটা সেন্টারের চাহিদা বাড়ছে।সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া আরো এগিয়ে নিয়ে যেতে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, দেশের স্বপ্ন হলো বিশ্বের প্রতিটি ডিভাইসে ভারতের চিপ লাগানো থাকবে। শ্রী মোদী আজ সেমিকন ইন্ডিয়া এক্সপোও ঘুরে দেখেন। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানান, সাধারণ মানুষের হাতে প্রযুক্তিকে পৌঁছে দিতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে সেমিকন্ডাক্টর এক্সিকিউটিভদের এক গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন