মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 4, 2024 5:42 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরের লায়ন শহরে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরের লায়ন শহরে পৌঁছেছেন। সেখানে তাঁকে স্বাগত জানান সিঙ্গাপুরের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী কে শানমুগাম। প্রায় ছ’বছর পর সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং-এর আমন্ত্রণে সিঙ্গাপুর গেছেন শ্রী মোদি। সফরকালে প্রধানমন্ত্রী,  ভারত-সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন।

       উল্লেখ্য, ASEAN দেশগুলির সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সিঙ্গাপুর শীর্ষে রয়েছে।  

         এর আগে আজ ভারত ও ব্রুনেই-এর মধ্যে কৃত্রিম উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের ট্র্যাকিং এবং টেলিকমান্ড স্টেশন-টেলিমেট্রি পরিচালনায় সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র-মৌ স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতেও সম্মত হয়েছে দুই দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রুনেই-এর সুলতান হাজি হাসানাল বোলকিয়াহ্-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।  বান্দার সেরি বেগাওয়ানে এই বৈঠকের সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী লেখেন, ব্রুনেই-এর সুলতানের সঙ্গে সাক্ষাতে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ব্রুনেই বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করবে। ভারত সরকারের অ্যাক্ট-ইস্ট নীতি অনুযায়ী ভারত ও ব্রুনেই-এর সম্পর্কে নতুন গতি এসেছে। প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি, স্বাস্হ্য ও ওষুধ, দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক ক্ষেত্রের মতো নানা বিষয়ে দু নেতা বিস্তৃত আলোচনা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন