প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রুনেই সফর শেষে সিঙ্গাপুরের লায়ন শহরে পৌঁছেছেন। সেখানে তাঁকে স্বাগত জানান সিঙ্গাপুরের স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী কে শানমুগাম। প্রায় ছ’বছর পর সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং-এর আমন্ত্রণে সিঙ্গাপুর গেছেন শ্রী মোদি। সফরকালে প্রধানমন্ত্রী, ভারত-সিঙ্গাপুর কৌশলগত অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, ASEAN দেশগুলির সিঙ্গাপুর হল ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও সিঙ্গাপুর শীর্ষে রয়েছে।
এর আগে আজ ভারত ও ব্রুনেই-এর মধ্যে কৃত্রিম উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের ট্র্যাকিং এবং টেলিকমান্ড স্টেশন-টেলিমেট্রি পরিচালনায় সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র-মৌ স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতেও সম্মত হয়েছে দুই দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ব্রুনেই-এর সুলতান হাজি হাসানাল বোলকিয়াহ্-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বান্দার সেরি বেগাওয়ানে এই বৈঠকের সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী লেখেন, ব্রুনেই-এর সুলতানের সঙ্গে সাক্ষাতে তিনি অত্যন্ত আনন্দিত। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ব্রুনেই বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করবে। ভারত সরকারের অ্যাক্ট-ইস্ট নীতি অনুযায়ী ভারত ও ব্রুনেই-এর সম্পর্কে নতুন গতি এসেছে। প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি, স্বাস্হ্য ও ওষুধ, দক্ষতা বৃদ্ধি, সাংস্কৃতিক ক্ষেত্রের মতো নানা বিষয়ে দু নেতা বিস্তৃত আলোচনা করেছেন।