প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রুণেই এবং সিঙ্গাপুর এই দুটি দেশ সফরের প্রথম পর্বে আজ বিকেলে ব্রুণেই- এর রাজধানী বান্দের সেরী বেগাওয়ানে পৌছেছেন। এটিই হচ্ছে ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম ব্রুণেই সফর। এই দুটি দেশ কূটনৈতিক সম্পর্কের চল্লিশ বছর উদযাপন করছে। ব্রুণেই-এর আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেদেশের যুবরাজ হাজী আল মুহতাদী বিল্লাহ।
এর আগে সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি সেদেশের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করে আছেন।
ব্রুনাই থেকে তিনি আগামীকাল সিঙ্গাপুরে যাবেন। শ্রী মোদীর রাষ্ট্রপতি থারমান শানমুগারত্ম, প্রধানমন্ত্রী লরেন্স ওং, প্রবীণ নেতা লি সিয়েন লুং এবং গোহ চোক টং-এর সঙ্গে সাক্ষাৎ করার কথা।