প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা করেন, তার ব্রুণেই এবং সিঙ্গাপুর সফরের মাধ্যমে এই দুটি দেশ এবং আসিয়ান গোষ্ঠীর সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি জানান, আজ প্রথমবারের মত ব্রুনেই দারুসসালামে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন। এই দুটি দেশ কূটনৈতিক সম্পর্কের চল্লিশ বছর উদযাপন করছে, এই ঐতিহাসিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌছে দিতে সুলতান হাজি হাসানাল বলকিয়া এবং রাজপরিবারের অন্যান্য সম্মানিত সদস্যদের সঙ্গে বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। ব্রুনাই থেকে তিনি আগামীকাল সিঙ্গাপুরে যাবেন। শ্রী মোদী রাষ্ট্রপতি থারমান শানমুগারত্ম, প্রধানমন্ত্রী লরেন্স ওং, প্রবীণ নেতা লি সিয়েন লুং এবং গোহ চোক টং-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি সিঙ্গাপুরের ব্যবসায়ী সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সংগেও দেখা করবেন।
সম্ভাব্য নতুন নতুন ক্ষেত্রগুলি নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করবেন, যেখানে উন্নত গুণমানের পণ্য উৎপাদন, ডিজিটালাইজেশন এবং সুস্থায়ী উন্নয়নের প্রসঙ্গগুলি স্থান পাবে।