মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 2, 2024 3:05 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায়, উভয় সভার যৌথ অধিবেশনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিবাসনের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর তার বক্তব্য রাখবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায়, উভয় সভার যৌথ অধিবেশনে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিবাসনের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর তার বক্তব্য রাখবেন। তিনি আগামীকাল, রাজ্য সভায় ভাষণ দেবেন। নতুন দিল্লীতে NDA সংসদীয় দলের বৈঠকে পর, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একথা জানান।  

এদিকে, লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব বলেন – বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই আর এটাই ইন্ডি জোটের জয়। অখিলেশ বলেন ভারত পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ হলেও মাথাপিছু আয় কম। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি বলেন, সরকার যুবদের কর্মসংস্থানে আগ্রহী নয়।বিজেপি সাংসদ সন্তোষ পান্ডে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গতকালের মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।  সরকারের নেওয়া একাধিক উন্নয়নমূলক পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। পরিকাঠামো কে আরো দৃঢ় করতে সরকার কাজ করে চলেছে বলে জানান সন্তোষ পান্ডে।

রাজ্যসভায় আলোচনায় অংশ নিয়ে আসাম গণ পরিষদের বীরেন্দ্র প্রসাদ বৈশ্য তফসিলি উপজাতির তালিকায় আসামের কয়েকটি সম্প্রদায়কে অন্তর্ভুক্তির বিষয়টি উত্থাপন করেন। তিনি রাজ্যের অবৈধ অভিবাসীদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন আসামের প্রকৃত নাগরিকদের চিহ্নিত করার জন্য প্রয়োজনিয় পদক্ষেপ নিতে হবে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন