প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার রিফর্ম-পারফর্ম এবং ট্রান্সফর্ম অর্থাৎ সংস্কার, সম্পাদন এবং রূপান্তর এর মন্ত্রের উপর কাজ করে। আজ সন্ধ্যায় নতুন দিল্লীতে ই টি ওয়ার্ল্ড লিডারস ফোরামে ভাষণে শ্রী মোদী বলেন, গত ১০ বছরে ভারতীয় অর্থনীতি ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্ব অর্থনীতি এই একই সময়কালে ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনেও বৃদ্ধির এই গতি অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশের তুলনায় ভারত অনেক সময়েই ভালো ফলাফল করেছে। তাঁর সরকার সুশাসনের প্রতি দায়বদ্ধ বলেও উল্লেখ করেন শ্রী মোদী। বিগত ১০ বছরে ২৫ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন।
Site Admin | August 31, 2024 9:45 PM