মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 31, 2024 11:43 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তিনটি বন্দেভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। বিকেলে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মিরাট-লক্ষ্ণৌ, মাদুরাই-ম্যাঙ্গালুরু এবং চেন্নাই-নাগেরকয়েল এই তিনটি রুটের বন্দেভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর সংকেত দেবেন তিনি। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন বাস্তবায়নে এই নতুন তিনটি ট্রেন উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক এই তিন রাজ্যের মানুষের সামনে বিশ্ব মানের সফর, গতি ও স্বাচ্ছন্দ্যের সুযোগ এনে দেবে।

আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, মিরাট-লক্ষ্ণৌ বন্দেভারত এক্সপ্রেস ট্রেনে  ৮ টি কামরা থাকবে। রবিবার লক্ষ্ণৌ এবং সোমবার মিরাট থেকে এর পরিষেবা শুরু হবে। মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিনই ট্রেনটি চলাচল করবে। মিরাট ও লক্ষ্ণৌয়ের মধ্যে দূরত্ব অতিক্রম করতে এটি সময় নেবে ৭ ঘন্টা ১৫ মিনিট।

অন্যদিকে চেন্নাইয়ের এগমোড় থেকে নাগেরকয়েলের মধ্যে নতুন বন্দেভারত ট্রেনটি ত্রিচি, মাদুরাই, ডিনডিগুল ও তিরুনেলভেলির মত পর্যটন কেন্দ্রগুলির ওপর দিয়ে যাতায়াত করবে। এর ফলে একদিকে যেমন তা পর্যটনের বিকাশে সহায়ক হবে, অন্যদিকে, শিল্প ও বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন