প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহারাষ্ট্রের পালঘরে ভাদওয়ান বন্দরের শিলান্যাস করেছেন। একই সঙ্গে তিনি একাধিক মতস্য প্রকল্পের উদ্বোধন করেন। মতস্যজীবিদের হাতে কিষান ক্রেডীত কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শ্রী মোদী বলেন,গত এক দশকে অভূতপূর্ব গতিতে দেশের উপকূলীয় অঞ্চলের বিকাশ ঘটেছে। বন্দরগুলির আধুনীকিকরণ ছাড়াও তৈরী হয়েছে উন্নত জলপথ। সরকার লক্ষ কোটি টাকা এই ক্ষেত্রে বিনিয়োগ করেছে । বেসরকারী বিনিয়োগ আসার সঙ্গে সঙ্গেই সৃষ্টি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। গোটা বিশ্ব আজ ভাদওয়ান বন্দরের দিকে তাকিয়ে কারণ এই বন্দরই আগামী দিনে দেশের অর্থনৈতিক চিত্র আমূল পালটে দেবে।
Site Admin | August 30, 2024 10:11 PM