প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মহারাষ্ট্রে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে মুম্বাই এবংপালঘর সফর করবেন। পালঘরে CIDCO গ্রাউন্ডে তিনি এই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। প্রায় ১হাজার ৫৬০কোটি টাকা ব্যয়ে, ২১৮ টি মৎস্য প্রকল্পের তিনি শিলান্যাস করবেন। মুম্বাইয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে Global Fintech Fest2024 এ প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে আর্থিক পরিষেবা উন্নততর করা এবং স্বয়ংক্রিয়ভাবে উপভোক্তা বাব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার নতুন আর্থিক প্রযুক্তি ‘ফিনটেক’নামে পরিচিত।এদিকেবন্দর জাহাজ এবং জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল পালঘরে সাংবাদিক সম্মেলনে বলেন, ভাধওয়ান বন্দর , রাজ্য এবং দেশের জন্যবিশেষ পরিচয় বাহক হয়ে উঠবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী আগামীকাল অনলাইনে কেরালার আলাপ্পুজায় আর্থুঙ্গাল মৎস্য বন্দরের তৃতীয় পর্বের নির্মাণ কাজের সূচনা করবেন।
Site Admin | August 30, 2024 10:58 AM