মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 30, 2024 9:44 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক  ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক  ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর আজ সকালে আকাশবাণীর প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের সাধারণ নির্বাচন বিশ্বের মধ্যে বৃহত্তম ছিল। ৬৫ কোটি মানুষ এই নির্বাচনে তাঁদের মতাধিকার প্রয়োগ করেছেন।  

অন্য এক প্রসঙ্গে প্রধানমন্ত্রী ৩০শে জুন ‘হুল দিবস’-কে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিবস হিসেবে উল্লেখ করে বলেন, আদিবাসী গণ আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা বীর সিধু এবং কানু, ব্রিটিশ শাসকদের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করেছিলেন। এই সংগ্রামে তাঁরা শহীদ হয়েছিলেন। তাঁদের এই আত্মত্যাগ দেশবাসীকে আজ’ও অনুপ্রেরণা দেয়।

এবছরের বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেড় মা-কে নাম’ বা একটি বৃক্ষ মায়ের নামে-এর মতো বিশেষ অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষিত রাখার বার্তা দেওয়া হয়েছে। তিনি, বিশ্বের সর্বত্র, সমস্ত মানুষের কাছে তাঁদের মায়ের নামে একটি করে গাছ লাগানোর জন্য আবেদন জানান। প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়াতে #Plant4Mother এবং #এক_পেড়_মা_কে_নাম লিখে  তাতে মায়ের সঙ্গে বৃক্ষরোপণের ছবি আপলোড করার সুযোগ এসেছে।            

 এই প্রসঙ্গে তিনি বলেন, বিগত এক দশকে সারা ভারতে নজিরবিহীনভাবে বনসৃজনের কাজ হয়েছে। অমৃত মহোৎসবকালে সারা দেশে ৬০ হাজারের’ও বেশী অমৃত সরোবর তৈরী করা হয়েছে।  

বর্ষা ঋতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী কেরালার আত্তাপাডিতে নির্মীত বিশেষ ধরণের ‘কার্থুম্বী’ ছাতার কথা উল্লেখ করেন। কেরালার আদিবাসী মহিলারা রঙিন এই ছাতা তৈরী করেন এবং সারা দেশে তার প্রচুর চাহিদা রয়েছে। অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় কফি উৎপাদনের ক্ষেত্রে যে দেড় লক্ষ আদিবাসী পরিবার কর্মরত রয়েছেন, সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গত বছর দিল্লির G-20 শীর্ষ  বৈঠকেও এই কফি উচ্চ প্রশংসিত হয়েছিল। জম্মু কাশ্মীরের বরফাবৃত অঞ্চলে যেভাবে মানুষ মটরশুঁটি উৎপাদনের কাজ করছেন, সে প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই কৃষিপণ্যটি লন্ডনে পর্যন্ত পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী শ্রোতাদের কাছে ‘আমার পণ্য আমার গর্ব’ বা #myproductsmypride লিখে দেশের কৃষকদের এই ধরণের সাফল্যকে তুলে ধরার আহ্বান জানান।

 প্রধানমন্ত্রী জানান, কুয়েতের মতো একটি দেশে তাঁদের জাতীয় রেডিওতে সরকারি উদ্যোগে হিন্দিতে বিশেষ কর্মসূচী চালু করা হয়েছে। ভারতীয় সংস্কৃতির বিশ্বজয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করে বলেন যে, তুর্কমেনিস্তানের জাতীয় কবির ৩০০-তম বার্ষিকীতে বিশ্বের যে ২৪ জন বিখ্যাত কবির মূর্তি প্রতিষ্ঠা হয়েছে, তাঁদের মধ্যে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও রয়েছে।

চলতি মাসে দুটি ক্যারিবিয়ান দেশ- সুরিনাম, সেন্ট ভিনসেন্ট ও গ্র্যানাডিনে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাঁদের সম্পর্ককে স্মরণ করা হয়েছে। তিনি জানান, প্রতি বছর ৫’ই জুন সুরিনামে ভারতীয়দের পদার্পণ দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়ে থাকে। 

 যোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বে দশম আন্তর্জাতিক যোগ দিবস উৎসাহের সঙ্গে পালন করা হয়ে থাকে। মিশর, সৌদি  আরব, মায়ানমার, শ্রীলঙ্কা সহ আরো বহু দেশে এই পলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি দেশবাসীকে নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান জানান।

আসন্ন প্যারিস অলিম্পিক প্রসঙ্গে প্রধানমন্ত্রী এই আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠানে অংশ গ্রহণিকারী ভারতীয় প্রতিনিধি দলকে আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, টোকিও অলিম্পিকে আমাদের ক্রীড়াবিদদের সাফল্য, দেশবাসীর হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তিনি আসন্ন অলম্পিকে ভারতীয় খেলোয়াড়দের উৎসাহিত করতে #cheer4bharat ‘ভারতীয়দের উৎসাহ’ দেওয়ার আহ্বান জানান।  

আকাশবাণীর সংস্কৃত বুলেটিনের আজ ৫০ বছর পূর্তি প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ভাষা প্রাচীন ভারতে জ্ঞান বিজ্ঞান চর্চার উন্নতিতে বিরাট অবদান রেখেছিল। তিনি এই প্রসঙ্গে বেঙ্গালুরুতে সংস্কৃত চর্চার কথা তুলে ধরেন।

এছাড়া, প্রধানমন্ত্রীর ভাষণে পুরীর রথযাত্রা, অমরনাথ যাত্রার উল্লেখ’ও করা হয়েছে।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন