প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেছেন। গতকাল শ্রী মোদীকে টেলিফোন করেন বাইডেন। গণতন্ত্র, আইনের শাসন এবং দুদেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্কের অভিন্ন মতাদর্শের ওপর ভত্তি করে গড়ে ওঠা ভারত-মার্কিন সুসংহত ও কৌশলগত অংশীদারিত্বের প্রতি বাইডেনের দৃষ্টিভঙ্গীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন দুই নেতা। শ্রী মোদী বলেন, ভারত-মার্কিন অংশীদারিত্বের লক্ষ্য হল উভয় দেশের জনগণ এবং মানবতার কল্যাণ সাধন। ইউক্রেনে তাঁর সাম্প্রতিক সফর সম্পর্কে শ্রী মোদী, আমেরিকার রাষ্ট্রপতিকে অবহিত করেন। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাত নিরসনের পক্ষে ভারতের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেদেশে আইনশৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা এবং সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার ওপর জোর দেন দুই নেতা।