প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১১৩ তম মন কি বাত অনুষ্ঠানে ভারতের মহাকাশ সংক্রান্ত বিষয়ে নতুন কার্যক্রমের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, বহু যুবক-যুবতী স্পেস সেক্টর রিফর্মের ফলে উপকৃত হয়েছেন। তারা মহাকাশ গবেষণার বিভিন্ন ক্ষেত্রে স্টার্ট আপ তৈরি করেছেন। এদিন তিনি মাদ্রাস আইআইটির প্রাক্তনীদের একটি স্টার্টআপের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এই স্টার্টআপ-এর সদস্যরা তাঁকে জানান, তাঁরা যে প্রযুক্তি ব্যবহার করছেন, তার মাধ্যমে দেশের সীমান্ত ও মহাসাগরে নজরদারি চালানো যাবে। ইন্টালিজেন্স বা দেশের নিরাপত্তার স্বার্থে নজরদারিকে আরও জোরদার করা সম্ভব হবে। এছাড়া চিংড়ি চাষীদের জন্য পুকুরের জলের গুণমানও পরীক্ষা করা যাবে। এই স্টার্টআপের সদস্যরা তাঁকে আরও জানান, বেসরকারি মহাকাশ সংক্রান্ত গবেষণা ও উদ্যোগ শুধু যে উন্নয়নের সহায়ক তা নয়, একইসঙ্গে ব্যক্তিগত ব্যবসা বৃদ্ধিতেও বিশেষ সাহায্য করবে।
শ্রী মোদী এদিন পরিবারের রাজনৈতিক প্রেক্ষাপট নেই, এমন কিছু যুবক যুবতীকে রাজনৈতিক কাজে যুক্ত হওয়ার জন্য আরও একবার আহ্বান জানান। তিনি বলেন, কয়েকজন যুবক-যুবতী তাঁকে জানিয়েছেন, তাঁদের তৃণমূল স্তরে কাজ করার অভিজ্ঞতা আছে। কিন্তু পরিবারমুখী রাজনীতি নতুন প্রতিভা বিকশিত হতে দেয় না। তবে তাঁরা মনে করেন, পারিবারিক রাজনৈতিক পরিচয় নেই, এমন যুবক যুবতীরা রাজনীতিতে
যুক্ত হলে, গণতন্ত্র আরও শক্তিশালী হবে। এ প্রসঙ্গে মোদী, স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটও তুলে ধরেছেন।
মন কি বাতে প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা ও পুরা দেশ তিরঙ্গা অভিযানের সাফল্যের কথা তুলে ধরেছেন। তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, দোকান, অফিসে তিরঙ্গা পতাকা তুলে ধরার কথা উল্লেখ করে কয়েকটি উদাহরণও দিয়েছেন।
শ্রী মোদী এদিন, দেশের পশু প্রেমের দুটি উদাহরণ তুলে ধরে প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন। এই নিয়ে বলতে গিয়ে তিনি অসমের তিনসুকিয়া জেলার বারেকুড়িতে মোরান সম্প্রদায়ের মানুষের, এক শ্রেণীর বাঁদরের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলার উদাহরণ দিয়েছেন। অরুণাচল প্রদেশের যুবারা, থ্রিডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে পশু অঙ্গের নকলে বিভিন্ন পণ্য সামগ্রী বানাচ্ছেন বলেও তিনি জানিয়েছেন। এর ফলে বন্য পশু নিধন নিয়ন্ত্রণ করা সম্ভব।
বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন রকম শিল্প সৃষ্টি করার জন্যও প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রদেশের ঝাবুয়াতে একটি পার্কে সাফাই কর্মীরা, বর্জ্য পদার্থ থেকে অদ্ভূত সুন্দর শিল্প নির্মাণ করেছে বলে শ্রীমোদী জানান। তিনি বলেন, ই-কনশাস নামে একটি টিম প্লাস্টিকের বর্জ্য দিয়ে পরিবেশ বান্ধব নানা সামগ্রী বানাতে শুরু করেছে।
পুতুল রিসাইক্লিং-এর গুরুত্বের কথা প্রধানমন্ত্রীর মন কি বাতে উঠে এসেছে। তিনি বলেছেন, এর ফলে পরিবেশ আরও সুন্দর হবে।
১৯ শে আগস্ট রাখী বন্ধন উত্সবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ঐ দিন আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্ব সংস্কৃত দিবস উদযাপন হওয়ার কথা উল্লেখ করেন। এই সম্পর্কে তিনি লিথুয়ানিয়ার নেরিস নদীর ধারে বেদ ও গীতা পাঠের খবর শুনিয়েছেন।
নরেন্দ্র মোদী মনে করেন, শিশুদের পুষ্টি দেশের প্রধান অগ্রাধিকার। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত পুষ্টি মাস পালন করা হবে। এই সময় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া প্রয়োজন।
মন কি বাতে প্রধানমন্ত্রী দেশবাসীকে বৃষ্টির জল ধরার আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে প্রত্যেককে ‘এক পের মা কে নাম’ – অভিযানের কথাও মনে করিয়ে দিয়েছেন। তিনি দেশের নাগরিকদের আরও বেশি করে গাছ লাগানোর উত্সাহ দানের কথা বলেছেন।
আগামী দিনে প্যারিস প্যারা অলিম্পিকে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের উত্সাহিতও করেন প্রধানমন্ত্রী।