মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2024 5:45 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোল্যান্ড ও ইউক্রেনে সফল সফর শেষে আজ  দিল্লি ফিরেছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পোল্যান্ড ও ইউক্রেনে সফল সফর শেষে আজ  দিল্লি ফিরেছেন।  সফরকালে প্রধানমন্ত্রী ওয়ারশতে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠক করেন। উভয় নেতাই দ্বিসম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার সিদ্ধান্ত নেন। উভয়নেতা  আরওসুস্থায়ী ও সমৃদ্ধ পৃথিবীর জন্য  দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও দৃঢকরার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতা ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাতসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট  গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক  বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। 

ইউক্রেনে, প্রধানমন্ত্রী এবং সেদেশের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে, ইউক্রেনের কমিউনিটি উন্নয়ন প্রকল্প, ওষুধের মান নিয়ন্ত্রণ, সাংস্কৃতিক বিভিন্ন উপাদান বিনিময় এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে চারটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। শ্রী মোদি বলেছেন  ইউক্রেন এবং রাশিয়াকেই বর্তমান সংঘাতের অবসান  খুঁজে বের করতে হবে।  ভারত শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রতিটি প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন  ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন