প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামীকাল আকাশবানীর মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ তাঁর চিন্তা ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে অনুষ্ঠানটির ১১৩-তম পর্ব। শোনা যাবে বেলা ১১’টা থেকে আকাশবাণীর সবক’টি প্রচার তরঙ্গে ।
আকাশবাণী সংবাদের website ও newsonair mobile app-এও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউ টিউব চ্যানেলেও এটির live স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই শোনা যাবে বাঙলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ। রাত আটটায় এর তর্জমা পুনঃপ্রচারিত হবে।