মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2024 10:05 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের ঐ বাস দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী বলেন, দুর্গতদের প্রয়োজনে সেদেশের ভারতীয় দূতাবাস সম্ভাব্য সবকরম সহায়তা করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নেপালের ঐ বাস দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী বলেন, দুর্গতদের প্রয়োজনে সেদেশের ভারতীয় দূতাবাস সম্ভাব্য সবকরম সহায়তা করছে। মৃতদের পরিজনকে সমবেদনা জানানোর পাশাপাশি তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে, ঐ দুর্ঘটনায় মহারাষ্ট্রের জলগাঁও জেলার ২৪ জন বাসিন্দার দেহ আজ ফিরিয়ে আনা হচ্ছে। প্রথমে দেহগুলি উত্তরপ্রদেশের গোরখপুরে আনা হবে। সেখান থেকে ভারতীয় বায়ু সেনার বিমানে নিয়ে যাওয়া হবে নাসিক। সেখানেই দেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, স্বরাষত্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রক সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছে। শ্রী শিন্ডেও এই ঘটনায় মর্মবেদনা ব্যক্ত করেন।

আগেই জানানো হয়েছে, কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে আম্বুখাইরেনি এলাকার আইনা পাহারাতে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মারসায়াংদি নদীতে পড়ে গেলে অন্ততঃ ২৭ জনের মৃত্যু হয়। ৪০ জন ভারতীয় ঐ বাসে ছিলেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন