প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পোল্যান্ড ও ইউক্রেনে তাঁর ঐতিহাসিক দুই দেশ সফর শেষ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, দু দেশের সঙ্গে মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই ছিল তাঁর এই সফর। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কির সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে শ্রী মোদী জানান। তিনি বলেন, ভারত বিশ্বাস করে যে শান্তি সর্বদা বিরাজমান।
দু দেশের দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউক্রেনের রাষ্ট্রপতিকে ভারতে আসার আমন্ত্রণ জানান। শ্রী মোদীর সঙ্গে বৈঠকের পর সাঙ্গাব্দিকদের জেলেনেস্কি জানান, রাশিয়া ও সেদেশের মধ্যে চলা সংঘর্ষের নিরসনে বিশ্ব কূটনৈতিক উদ্যোগের ওপর প্রভাব বিস্তার করতে তিনি ভারত সফরের বিষয়ে আগ্রহী। দ্বিপাক্ষিক বৈঠকে শ্রী মোদী, সময় নষ্ট না করে ইউক্রেন ও রাশিয়াকে সমাধানের পথ খুঁজে বের করতে আলোচনায় বসা উচিৎ বলে জেলেনেস্কিকে জানান। তিনি আরও বলেন, ২০২২ এর ফেব্রুয়ারীতে সংঘর্ষ শুরুর সময় থেকেই ভারত শান্তির পক্ষে মত প্রকাশ করে আসছে।
দ্বিতীয় ইউক্রেন শান্তি শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য সেদেশের রাষ্ট্রপতি, গ্লোবাল সাউথের মুষ্টিমেয় দেশগুলির মধ্যে ভারতকে প্রস্তাব দিয়েছে।