মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 23, 2024 8:04 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক আজ ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক আজ ইউক্রেনের রাজধানী কিয়েভে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় নেতার উপস্থিতিতে চারটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত ও বিনিময় হয়েছে। ইউক্রেনে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প, মাদক নিয়ন্ত্রণের মানদণ্ড, সাংস্কৃতিক বিনিময় এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

     প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর নিয়ে সাংবাদিকদের কাছে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, অর্থনৈতিক বিষয়, প্রতিরক্ষা, ওষুধ ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। দুই নেতা ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী মোদী দ্রুত শান্তি ফিরিয়ে আনতে সম্ভাব্য সকল উপায়ে অবদান রাখতে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

এর আগে পোল্যান্ড থেকে বিশেষ ট্রেনে আজ ইউক্রেনের কিভ পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছনোর পর ভারতীয় বংশোদ্ভূতরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী কিভে ইউক্রেনের জাতীয় ইতিহাস সংগ্রহালয়ে শিশুদের ওপর মাল্টিমিডিয়া প্রদর্শনী প্রত্যক্ষ করেন। তার সঙ্গে ছিলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। উভয় নেতা যুদ্ধে নিহত শিশুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

কিভে মহাত্মা গান্ধীর মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করেন শ্রী মোদী। সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে মহাত্মা গান্ধীর শান্তির বাণীর চিরন্তন প্রাসঙ্গিকতার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

১৯৯২ সালে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে গেলেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন