প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগামী রবিবার (২৫ তারিখ) মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাতে’ তাঁর চিন্তা ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে ‘মন কি বাতে’র ১১৩-তম পর্ব। শোনা যাবে আকাশবাণীর সবক’টি প্রচার তরঙ্গে বেলা ১১’টা থেকে।
জনসাধারণ তাঁদের মতামত ও পরামর্শ টোলফ্রি নম্বর ১৮০০-১১-৭৮০০তে বা Narendra Modi App কিংবা MyGov Open Forum-এ ২৩শে আগস্টের মধ্যে জানাতে পারেন। আকাশবাণী সংবাদের website ও newsonair mobile app-এও শোনা যাবে মন কি বাত। আকাশবাণী ও দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউ টিউব চ্যানেলেও এটির live স্ট্রিমিং হবে। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই বাঙলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় এর অনুবাদ সম্প্রচার হবে।