প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সরকারি সফরে আজ পোল্যান্ডের ওয়ারশতে পৌঁছেছেন। ওয়ারশ সামরিক বিমানবন্দরে তাঁকে সেদেশের তরফে অভ্যর্থনা জানানো হয়। জামসাহেব নওয়ানগর স্মৃতিসৌধ এবং মন্টে ক্যাসিনো ও কোলাপুর যুদ্ধস্মারকে পুষ্পস্তবক অর্পণ করবেন শ্রী মোদী। এরপর তিনি ওয়ারশতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাইব্র্যান্ট ইন্ডিয়ান কমিউনিটির সদস্যদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন।
সফর শুরুর আগে এক বিবৃতিতে শ্রী মোদী বলেন, মধ্য ইউরোপে পোল্যান্ড, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। পারস্পরিক সম্পর্কের উন্নতিতে ভারত ও পোল্যান্ড গণতন্ত্র, বহুপাক্ষিকতাবাদের প্রতি দৃঢ়সংকল্পবদ্ধ। দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে আশাবাদী। পোল্যান্ডের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্ণ হচ্ছে। এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তিনি সেদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং রাষ্ট্রপতি আন্দ্রেজ় দুদার সঙ্গে সাক্ষাত্ করবেন।
পোল্যান্ড সফর শেষে শ্রী মোদী, রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনেস্কির আমন্ত্রণে ইউক্রেন যাবেন। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ঐ দেশ সফরে যাচ্ছেন। ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার সঙ্গে চলতি সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান নিয়ে তাঁদের কথা হবে বলে মনে করা হচ্ছে।