প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুর জীবন ও কাজ সম্পর্কিত তিনটি বই প্রকাশ করবেন। শ্রী নাইডুর ৭৫তম জন্মদিনের প্রাক্কালে হায়দ্রাবাদের গাছিবউলির আনভায়া কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যে বইগুলি আগামীকাল প্রকাশিত হবে সেগুলি হল দ্য হিন্দুর হায়দরাবাদ সংস্করণের প্রাক্তন সম্পাদক এস নাগেশ কুমারের লেখা “ভেঙ্কাইয়া নাইডু – লাইফ ইন সার্ভিস”। ডঃ আইভি সুব্বা রাও-সংকলিত ছবি সম্বলিত পুস্তক “Celebrating Bharat – The Mission and Message of Shri M Venkaiah Naidu as 13th Vice-President of India” এবং সঞ্জয় কিশোরের লেখা মহানেতা।