প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণী বিশ্বের দেশগুলিকে একে অপরের শক্তি হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন। উন্নয়নশীল দুনিয়ার কন্ঠ, ভয়েস অব গ্লোবাল সাউথের তৃতীয় শিখর সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বর্তমান বিশ্বে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা গোটা বিশ্বের কাছে বড় চ্যালেঞ্জ। সন্ত্রাসবাদ, উগ্রপন্থা এবং বিচিছিন্নতাবাদ সমাজের অগ্রগতির বড় প্রতিবন্ধক। এক্ষেত্রে গ্লোবাল সাউথের দেশগুলিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনয়ীতার ওপর জোর দেন শ্রী মোদী।
এবারের সম্মেলনের মূল ভাবনা – সুস্থায়ী ভবিষ্যতের জন্য এক শক্তিশালী দক্ষিণী দুনিয়া।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সম্মেলনে গ্লোবল সাউথের সমস্ত দেশকে আমন্ত্রন জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মঞ্চে আগের সম্মেলনগুলিতে যেমস্ত জটিল চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হয়, সেব্যাপারে সমাধানের নতুন সূত্র খুঁজে বের করা সম্ভব হবে।