প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিক্স এ অংশগ্রহণকারী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করবেন। দিল্লীর লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অলিম্পিক্স চলাকালীন যে সকল ভারতীয় খেলোয়াড়েরা পদক জিতেছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী তাঁদের প্রত্যেকের সঙ্গে ফোনে কথা বলেছেন।
এ বার ভারতের ১১৭ জন খেলোয়াড় অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন। ছ’টি পদক পেয়েছে ভারত। জ্যাভলিনে রুপো জিতেছেন নীরজ চোপড়া। গত বার টোকিয়োয় সোনা জিতেছিলেন তিনি। শুটিংয়ে দু’টি পদক জিতেছেন মনু ভাকর। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। মিক্সড ইভেন্টে মনুর জুটি ছিলেন সরবজ্যোৎ সিংহ। স্বপ্নীল কুসালেও শুটিংয়ে ৫০ মিটার থ্রি পজিশনসে ব্রোঞ্জ জিতেছেন। ভারতের হকি দলও ব্রোঞ্জ জিতেছে। কুস্তিগির আমন শেরাওয়াত পুরুষদের ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন। কুস্তিগির বিনেশ ফোগাট মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয় তাঁকে। রুপো দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন বিনেশ। প্যারিসে পদকের তালিকায় ৭১ নম্বরে শেষ করেছে ভারত। বিনেশকে রুপো দেওয়া হলে এক লাফে ৫৫ নম্বরে ওঠার সম্ভাবনা রয়েছে। তা ছাড়া ছ’টি ইভেন্টে ভারত চতুর্থ স্থানে শেষ করেছে। তাই ভারতের পারফরম্যান্সে খুশি প্রধানমন্ত্রী। মুখোমুখি দেখা করে এবার তাদের অভিনন্দন জানাবেন তিনি।
Site Admin | August 14, 2024 8:36 AM