মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 11, 2024 3:37 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ১০৯টি ফসলের উচ্চ-ফলনশীল, জলবায়ু-স্থিতিস্থাপক এবং জৈব সুরক্ষিত প্রজাতির আনুষ্ঠানিক প্রকাশ করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর ইন্ডিয়া এগ্রিকালচারাল রিসার্চ ইন্সটিটিউটে ১০৯ টি ফসলের উচ্চফলনশীল, জলবায়ু সহায়ক এবং জৈব সুরক্ষিত প্রজাতির বীজের আনুষ্ঠানিক প্রকাশ করেন। ৬১ রকম বিভিন্ন ফসলের ১০৯ টি প্রজাতির বীজ। এর মধ্যে ৩৪টি মাঠে বোনা ফসল এবং ২৭টি উদ্যান পালন উপযোগী ফসল রয়েছে। মাঠে বোনা ফসলের মধ্যে রয়েছে বাজরা, তৈলবীজ, ডাল, আখ, তুলা, আঁশ প্রভৃতি। এছাড়াও, উদ্যানপালন উপযোগী ফসলের মধ্যে আছে বিভিন্ন জাতের ফল, শাকসবজি, মশলা, ফুল এবং ঔষধি গাছ।

 এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজ্ঞানী এবং কৃষক-বন্ধুদের সঙ্গে মতবিনিময় করেন। নতুন ধরনের উচ্চফলনশীল বীজের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী পর্বের সূচনা হলো। কৃষকেরা বলেন, এই নতুন প্রজাতির বীজ তাদের শস্য উৎপাদনে খরচ কমাবে। এছাড়াও, পরিবেশে এর এক সদর্থক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে মিলেট চাষের গুরুত্ব বুঝিয়ে বলেন, এই ধরনের পুষ্টিকর খাদ্য উৎপাদনে জোর দিলে দেশ স্বনির্ভর হয়ে উঠবে। তিনি প্রাকৃতিক ও জৈব চাষের উপর গুরুত্ব দেন। কৃষি বিষয়ক সার্বিক সচেতনতা বৃদ্ধিতে কৃষিবিজ্ঞান কেন্দ্রের  ভূমিকা প্রসঙ্গেও কৃষকেরাও ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, এই কেন্দ্র গুলি কৃষকদের সর্বশেষ তথ্য পরিবেশন ক’রে সচেতনতা বৃদ্ধির কাজে সহায়তা দেবে।এরপর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আজ ভারতের কৃষকদের কাছে এক ঐতিহাসিক দিন। কৃষকদের রোজগার, উৎপাদন এবং তাদের খরচ কমাতে সার্বিকভাবে সাহায্য করবে নতুন প্রজাতির পরিবেশবান্ধব উচ্চফলনশীল বীজ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন