প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরলের ওয়াইনাড়ে তাঁর একদিনের সফর শেষ করেছেন। জেলাশাসকের দপ্তরে অস্থায়ী কার্যালয়ে শ্রী মোদী আজ এক পর্যালোচনা বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান, কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী, প্রতিমন্ত্রী এ রাজন, এ কে শশীন্দ্রন, পিএ মোহাম্মদ রিয়াস এবং কেরালার এডিজিপি (আইনশৃঙ্খলা) এম আর অজিত কুমার সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের মুখ্য সচিব ভি. বেনু, ৩০শে জুলাই এর ভয়াবহ ঘটনার বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
বৈঠকে প্রধানমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় রাজ্য সরকার ও রাজ্যবাসীকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। ‘দুর্যোগ স্বাভাবিক ঘটনা নয়’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের পুনর্বাসন ও পুনর্গঠনে সম্ভাব্য সব ধরনের সহায়তারও প্রস্তাব দেন। রাজ্য সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ওয়েনাডে ত্রাণ ও পুনর্বাসনের কাজে কেন্দ্র কোনও প্রকার ত্রুটি রাখবে না।
এর আগে প্রধানমন্ত্রী মোদী ওয়ানাডের চারটি বিধ্বস্ত গ্রাম আকাশপথে পরিদর্শন করেন এবং ত্রাণ কাজ সম্পর্কে খোঁজখবর নেন। তিনি চুরালমালাতেও যান। বাস্তুচ্যুত সাধারন মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ত্রাণ শিবির এবং হাসপাতালগুলিও পরিদর্শন করেন।