প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে ১০৯টি উচ্চফলনশীল, জলবায়ু-স্থিতিস্থাপক শস্য বীজ প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষক ও বিজ্ঞানীদের সঙ্গেও মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে ১০৯টির মধ্যে ৩৪টি মাঠ ফসল এবং ২৭টি উদ্যানজাত ফসল রয়েছে। মাঠ ফসলের মধ্যে বাজরা, তৈলবীজ, ডাল, আখ, তুলা, আঁশসহ বিভিন্ন সম্ভাবনাময় ফসলের বীজ প্রকাশ করা হবে। উদ্যানজাত ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের ফল, শাকসবজি, কন্দ, মসলা, ফুল এবং ঔষধি গাছ।
Site Admin | August 10, 2024 9:58 PM